<p style="text-align:justify">বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান জাতির পিতা কি না সে বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, ‘শেখ মুজিব জাতির পিতা নন।’</p> <p style="text-align:justify">বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমি আয়নাঘরের মূল হোতা না : জিয়াউল আহসান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729080235-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমি আয়নাঘরের মূল হোতা না : জিয়াউল আহসান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/16/1435797" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ওই পোস্টে তিনি লিখেছেন, ‘একটি দেশের জাতির পিতা কে হবে সেটা নির্ধারণ করবে সেই দেশের জনগণ, কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল নয়।’</p> <p style="text-align:justify">তিনি আরো লিখেছেন, ‘শেখ মুজিবুর রহমানকে যদি দেশের মানুষ জাতির পিতা মনে করত, তাহলে ৫ আগস্ট বিপ্লবী ছাত্র-জনতা তার ভাস্কর্য ভেঙে ফেলত না। শেখ মুজিব জাতির পিতা নন, আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রতীকী মাধ্যম।’</p>