<p>ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা দিতে রবিবার (২২ সেপ্টেম্বর) চীনের একটি জাতীয় জরুরি মেডিক্যাল টিম ঢাকায় পৌঁছেছে।</p> <p>চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলটি কুনমিং থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।</p> <p>স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজিএইচএস) শেখ সায়েদুল হক ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আহতদের সুচিকিৎসাসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726862999-945539169954bc2ee8fc49b6987a036d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আহতদের সুচিকিৎসাসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2024/09/21/1427402" target="_blank"> </a></div> </div> <p>মেডিক্যাল টিমকে স্বাগত জানানোর পর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।</p> <p>রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরো বলেন, কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীন সংহতিস্বরূপ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এই মেডিক্যাল মিশন দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্কের বন্ধন আরো সুদৃঢ় করবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মারা গেছেন আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন ইসলাম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727037146-52d5a9a3c05d67fab3defe23048aab18.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মারা গেছেন আন্দোলনে গুলিবিদ্ধ নয়ন ইসলাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/last-page/2024/09/23/1428065" target="_blank"> </a></div> </div> <p>জরুরি মেডিক্যাল টিমটি দ্বিপক্ষীয় অংশীদারত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের চাহিদার ভিত্তিতে আহতদের জরুরি মানবিক সেবার প্রয়োজনে আরো মেডিক্যাল টিম ও জরুরি চিকিৎসা সরবরাহ পাঠানো হতে পারে।</p> <p>চীনের ন্যাশনাল ইমার্জেন্সি মেডিক্যাল টিমের প্রধান ডং কিয়ান জানিয়েছেন, এই মেডিক্যাল টিমে সাধারণ সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিকস, পুনর্বাসন, ক্রিটিক্যাল কেয়ার ও চক্ষু চিকিৎসায় বিশেষায়িত চিকিৎসক রয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আহতদের দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/27/1724703349-57fe97fc388523f20a5d785803ba9c6d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আহতদের দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/first-page/2024/08/27/1419195" target="_blank"> </a></div> </div> <p>চীনের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ সহযোগিতায় এ টিম এখানে এসেছে বলে জানিয়েছেন ডং কিয়ান।</p> <p>চিকিৎসক দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ সায়েদুল হক জরুরি চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।</p>