<p>বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কবি অসীম সাহাকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)।</p> <p>আজ মঙ্গলবার দুপুরে সেখানে কবি কামাল চৌধুরী বেশ কিছুসময় অবস্থান করেন। কবি অসীম সাহার সঙ্গে কথা বলেন, তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।</p> <p>কবি অসীম সাহার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে যে আর্থিক সহায়তা দিয়েছেন, সে বিষয়ে তিনি কবি অসীম সাহাকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর চিকিৎসার সুব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। </p> <p>বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডা. আতিকুর রহমান, ডা. হারিসুল হক এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।</p>