kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশ

অনলাইন ডেস্ক   

৮ অক্টোবর, ২০২১ ০০:৪৩ | পড়া যাবে ১ মিনিটেমধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশ

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। ৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল আনুমানিক ৩০ সেকেন্ড।
 
কালের কণ্ঠের চট্টগ্রাম অফিস জানিয়েছে রাত সাড়ে ১২ টার দিকে বন্দরনগরী কেঁপে ওঠে। 
 
ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন। অনেক বাড়িতে ঘুমন্ত শিশুরা কান্না শুরু করে। 
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সাতদিনের সেরা