kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

ঈদের ছুটিতে বন্ধ বিনোদনকেন্দ্র, হাতিরঝিলে দর্শনার্থীদের চাপ

অনলাইন ডেস্ক   

১৫ মে, ২০২১ ২১:০৬ | পড়া যাবে ১ মিনিটেঈদের ছুটিতে বন্ধ বিনোদনকেন্দ্র, হাতিরঝিলে দর্শনার্থীদের চাপ

ফাইল ফটো

ঈদুল ফিতরের ছুটিতে চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র বন্ধ রয়েছে। এ অবস্থায় রাজধানীর হাতিরঝিলে ভিড় করছে মানুষ। অনেকেই এসেছেন স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে।

আজ শনিবার হাতিরঝিলে দেখা যায়, করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানীর বিভিন্নস্থান থেকে হাতিরঝিলে এসে জড়ো হয়েছেন নগরবাসী।

সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মানুষ বিভিন্ন যানবাহনে ছুটে আসছেন হাতিরঝিলে। তবে বিকেলের দিকে ভিড় অনেক বেড়ে যায়।

হাতিরঝিলের কাছাকাছি স্থানে থাকা লোকজন যানবাহন সংকটে পায়ে হেঁটে চলে আসে এখানে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ হাতিরঝিলে আসে।

এদিকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানার গেটে ভিড় করেছেন। যদিও করোনাভাইরাসের কারণে চিড়িয়াখানাসহ অধিকাংশ বিনোদনকেন্দ্র বন্ধ রয়েছে।সাতদিনের সেরা