kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

সাব-রেজিস্ট্রারদের করোনা চিকিৎসা দেবে আনোয়ার মডার্ন হসপিটাল

নিজস্ব প্রতিবেদক   

২ জুলাই, ২০২০ ২১:৪৫ | পড়া যাবে ১ মিনিটেসাব-রেজিস্ট্রারদের করোনা চিকিৎসা দেবে আনোয়ার মডার্ন হসপিটাল

জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার এবং তাদের পরিবারের সদস্যদের করোনার চিকিৎসা দেবে আনোয়ার খান মডার্ন হসপিটাল। এজন্য আজ বৃহস্পতিবার হাসপাতালটির সঙ্গে চুক্তি করেছেন সাব-রেজিস্ট্রাররা।

হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন খান এমপি এবং বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. জিয়াউল হক ও মহাসচিব শেখ কাওসার আহমেদ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির পরামর্শ ও সহযোগিতায় নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে। আনোয়ার খান মডার্ন হসপিটালে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিদর্শক শহিদুল আলম ঝিনুক উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা