kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০২০ ০২:০৪ | পড়া যাবে ১ মিনিটেশেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতও স্থান পায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী আজ রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। প্রায় ১৫ মিনিটের আলাপে শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং সেদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 

ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্ফানে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করা এবং আম্ফানে ক্ষয়-ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান।

মন্তব্যসাতদিনের সেরা