kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

যুক্তরাষ্ট্রের সঙ্গে চমৎকার সম্পর্কে আশাবাদী : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক   

২২ জানুয়ারি, ২০২১ ১১:০৬ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের সঙ্গে চমৎকার সম্পর্কে আশাবাদী : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্টের সঙ্গে সৌদির চমৎকার সম্পর্ক হবে আশাবাদ ব্যক্ত করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আল আরাবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি প্রিন্স একথা বলেন।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘আমরা বাইডেন প্রশাসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপনে খুবই আশাবাদী।’ 

বাইডেন প্রশাসনের বিভিন্ন পদের বিষয়ে প্রিন্স ফয়সাল বলেন যে তা দুই দেশের মধ্যে সাধারণ বিষয়গুলোর মধ্যে বোঝাপড়ার ইঙ্গিত করে। 

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন বিষয়ে প্রিন্স ফয়সাল বলেন, ‘বাইডেন প্রশাসন ইয়েমেনে বিরাজমান পরিস্থিতিতে আমাদের অভিন্ন উদ্দেশ্য দেখতে পাবে।’ 

হুথিদের ব্যাপারে প্রিন্স ফয়সাল বলেন, ‘ইয়েমেনের বিষয়কে গুরুত্বপূর্ণ বিবেচনা করলে হুথিদের জন্য সমাধানে পৌঁছা সহজতর হবে।’ তাছাড়া ইয়েমেনি মিলিশিয়াদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ট্রাম্প প্রশাসনের ঘোষণাকে যথাপোযুক্ত বলে জানান তিনি।

অবশ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন যে নতুন প্রেসিডেন্ট ইয়েমেনে নিয়োজিত সৌদি নেতৃত্বাধীন সেনাবাহিনী থেকে সমর্থন প্রত্যাহার করবে। 

সূত্র : আল আরাবিয়া ও মিডল ইস্ট আই

মন্তব্যসাতদিনের সেরা