kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

ছাগলকে কামড়ানোর শাস্তি, ৪০ কুকুরকে বিষ খাইয়ে হত্যা!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ জুন, ২০২০ ১৪:৫০ | পড়া যাবে ২ মিনিটেছাগলকে কামড়ানোর শাস্তি, ৪০ কুকুরকে বিষ খাইয়ে হত্যা!

মানবিকতা ভুলে এখন পশুহত্যার নেশায় ডুবেছে ভারত। কেরালায় অন্তঃসত্ত্বা হাতিকে বিস্ফোরক ভরা আনারস খাইয়ে খুন, জোড়া বাঘ হত্যা, গরুকে ও শিয়ালকে বিস্ফোরক খাইয়ে হত্যার ঘটনায় কেন্দ্র করে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। তবে সেই মর্মান্তিক নিষ্ঠুরতা থেকে কোন শিক্ষাই নেয়নি ভারতবাসী সেটার প্রমাণ ৪০টি কুকুরকে বিষ খাইয়ে হত্যার মতো চরম নিষ্ঠুরতা।

নিজের পোষা ছাগলকে কামড়েছিল কুকুর৷ প্রতিশোধ নিতে রাস্তার ৪০টি বেওয়ারিশ কুকুরকে বিষ খাইয়ে খুন করলেন ভারতের এক ব্যক্তি৷ ওড়িশার কটকের চৌধওর থানার মহঙ্গা এলাকার ঘটনা এটি৷

বহ্মানন্দ মল্লিক নামের ওই ব্যক্তি তার পোষা ছাগলের ওপর হওয়া হামলায় খুবই ক্ষেপে যান৷ তারপর ভারত মল্লিকের সঙ্গে বসে ষড়যন্ত্র করেন তিনি৷ দু’জনে মিলে ঠিক করেন বিষ খাইয়ে মারবেন গ্রামের সব কুকুরকে৷ যেমন ভাবা, তেমন কাজ৷
ছোট ছোট মাংসের টুকরোর সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন গ্রামের সব কুকুরকে৷ বিষ খেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে মরেছে কুকুরগুলি৷ খুবই বেদনাদায়ক ছিল সেই দৃশ্য বলছেন এক গ্রামবাসী৷

এরই মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ অভিযুক্তরা পলাতক৷ তাদের খোঁজ চলছে৷

সূত্র- নিউজ ১৮।

মন্তব্যসাতদিনের সেরা