kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

হাত পা বাঁধা অবস্থায় সারাদিন পানিতে ভাসেন এই সাধু! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৯ অক্টোবর, ২০১৯ ১৫:২৭ | পড়া যাবে ১ মিনিটেসাধুদের নিয়ে রহস্যের শেষ নেই। তারা কোথায় থাকে, কি খায় এসব জানতে সাধারণ মানুষ সব সময় চায়। ভারতে কুম্ভমেলার সময় লাখ লাখ সাধু এসে ভিড় জমায়। মেলা শেষ হলেই তারা আবার উধাও হয়ে যায়। কোথায় যান তারা? অনেকে বলেন, তারা হিমালয় পর্বতের গুহায় গিয়ে ধ্যান করেন।

সম্প্রতি তেমনই এক সাধুর খোঁজ পাওয়া গেল। তিনি সারাদিন জলে ভেসে থাকেন। পুকুরের জলে হাত পা বেঁধে তাকে ফেলে দেওয়া হয়। এরপর সেখানে সারা দিনরাত ভেসে থাকেন তিনি। 

ওই সাধুর একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হয়েছে। শেয়ার হতেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। 

মন্তব্যসাতদিনের সেরা