<p>মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের এই মহাতারকার কে না ভক্ত! ভারতীয় দলের সাবেক এই অধিনায়কের ঝুলিতে রয়েছে বিশ্বের শ্রেষ্ঠতম ক্যাপ্টেন হওয়ার গৌরব। আইসিসির সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন ধোনি। শুধু অধিনায়কত্বই নয়, মাঠের খেলায়ও অনন্য ধোনি। ব্যাট হাতে ধোনি মাঠে নামলে স্টেডিয়ামজুড়ে রব ওঠে- মাহি, মাহি (ধোনির ডাকনাম)। আর এই নাম ধরে চিৎকার করেই ক্যামেরায় ধরা পড়লেন এক মডেল। যার ফলে রীতিমতো ভাইরাল তিনি।</p> <p>এই মুহূর্তে ভারতে চলছে আইপিএল। ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি লিগ বিশ্বজুড়ে সমাদৃত। আইপিএলের ম্যাচে ব্যাটে ঝড়ের সঙ্গেই লেগে থাকে বিনোদন, চিয়ারলিডারদের নাচ। তেমনই গ্যালারিতে নজর কাড়েন সুন্দরীরাও। ম্যাচের ফাঁকেই ক্যামেরা খুঁজে নেয় সেই মোহিনীদের। চেন্নাই ম্যাচেও ভাইরাল হয়েছেন এমনই এক তরুণী। নাম অন্বেষী জেইন।</p> <figure class="image"><img alt="1" height="711" src="https://i.ytimg.com/vi/EcfHDm3ZTVY/oardefault.jpg?sqp=-oaymwEYCJUDENAFSFqQAgHyq4qpAwcIARUAAIhC&rs=AOn4CLBuDudQ3t2VxSpntMJpY1yHs-6HPQ" width="400" /> <figcaption><sub><em>টিভি ক্যামেরায় নজর কাড়লেন অন্বেষী</em></sub></figcaption> </figure> <p>অন্বেষী জেইন পেশায় মডেল। ভারতের প্রাপ্তবয়স্ক কিছু ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। আইপিএলে ধোনির দল চেন্নাইয়ের ম্যাচে নজর কেড়েছেন এই তরুণী। আকর্ষণীয় ফিটনেস ও মনকাড়া হাসিতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন অন্বেষী। অন্বেষীর ভিডিও যখন ভাইরাল হয় তখন ব্যাটিং করছিলেন ডারিল মিচেল এবং ধোনি। ম্যাচের শেষে এই তরুণী সাংবাদিকদের জানান, তিনি মহেন্দ্র ধোনির ভক্ত এবং ধোনির খেলা দেখতেই মাঠে এসেছিলেন। ধোনির অনেক বড় একজন ভক্ত বলেই তিনি দাবি করেছেন নিজেকে।</p> <p>অন্বেষী জেইন। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ৩২ বছরের এই মডেল। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৬২ লাখ ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে এই ভাইরালকন্যা চেন্নাই ম্যাচের একাধিক ভিডিও শেয়ার করেছেন, যাতে বোঝা যাচ্ছে তিনি নিয়মিত মাঠে যান। </p> <p>২০১৮ সালে অল্ট বালাজির ‘গান্দি বাত’ সিরিজের মাধ্যমে বলিউডে পা রাখেন অন্বেষী। তারপর হিন্দি ছাড়াও তেলুগু, গুজরাটি, কন্নড় ভাষার একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।</p>