<p>২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্র ‘হেই বেবি’র সেই শিশু বাচ্চাটির কথা মনে আছে? অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত সিনেমাটির অন্যতম আকর্ষণ ছিল সেই শিশুটি। মাত্র ১৭ মাসের শিশুটির কোমল উপস্থিতি ও মিষ্টি হাসির কারণে সিনেমাটি বক্স অফিসেও হিট হয়। তবে এখন আর সেই শিশুটি ছোট নেই। রীতিমতো বড় হয়ে গেছে। </p> <p>‘হেই বেবি’তে নিজের মিষ্টি হাসি দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিল ছোট্ট অ্যাঞ্জেল। সিনেমাটি ছিল একটি বাচ্চার জীবনের কাহিনিকে নিয়ে। এই সিনেমায় অভিনয় করতে দেখা গেছে অক্ষয় কুমার, বিদ্যা বালান, রিতেশ দেশমুখ, ফারদিন খানকে। আর কোলের সেই শিশুশিল্পীটি, যাকে মূলত অ্যাঞ্জেল বলেই ডাকা হয়েছে গোটা সিনেমায়, বাস্তবে এই শিশুশিল্পীর নাম জুয়ানা সাংঘভি। তবে ‘হেই বেবি’ হিট হওয়ার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি অক্ষয় কুমার ও বিদ্যা বালানের মিষ্টি অ্যাঞ্জেলকে। জানেন কী বর্তমানে কী করছেন তিনি?</p> <figure class="image"><img alt="1" height="225" src="https://www.pinkvilla.com/pics/500x500/1733502626_hey-babyy-lead_202405.jpg" width="400" /> <figcaption><sub><em>‘হেই বেবি’তে ছোট্ট জুয়ানা</em></sub></figcaption> </figure> <p>টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, জুয়ানা সাংঘভি এখন সাবালিকা। পাস করেছেন উচ্চ মাধ্যমিকও। ‘হেই বেবি’ মুক্তির ১৭ বছর পার হয়ে গেছে। বর্তমানে সেই ছোট্ট অ্যাঞ্জেলকে চেনা দায়! গুগল অনুসারে, জুয়ানা সাংঘভির জন্ম ২০০৪ সালের ২২ মার্চ। অর্থাৎ জুয়ানা সাংঘভির বয়স বর্তমানে ২০ বছর। সম্প্রতি মুম্বাইয়ের একটি নাইটক্লাবে দেখা গেছে তাঁকে। পরিবার ও বান্ধবীদের সঙ্গে পার্টিতে মজেছেন অভিনেত্রী। নাইটক্লাবে একটি নীল, সাদা, গোল্ডেন স্ট্রাইপ ওয়ানপিসে দেখা গেছে জুয়ানাকে। যদিও ছবিগুলো সাম্প্রতিক নাকি বেশ কয়েক মাস আগের, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে দীর্ঘদিন পর নতুন করে জুয়ানাকে সামনে দেখে দারুণ খুশি ভক্তরা।</p> <figure class="image"><img alt="1" height="499" src="https://www.bollywoodshaadis.com/img/article-2024412016322159541000.webp" width="400" /> <figcaption><sub><em>জুয়ানা সাংঘভি (বাঁয়ে)</em></sub></figcaption> </figure> <p>বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন জুয়ানা। এখনো কেন অভিনয়ে ফিরছেন না তিনি, তা অবশ্য জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে জুয়ানার ছবিগুলো ভাইরাল হতেই অভিনেত্রীকে পর্দায় ফেরার আকুতি জানাতে দেখা গেছে তাঁর ভক্ত-অনুরাগীদের। এখন সময়ই বলে দেবে, কবে পর্দায় ফিরবেন জুয়ানা। আদৌ কি ফিরবেন ক্যামেরায়, নাকি জীবনের অন্য কোনো লক্ষ্য আছে তাঁর! আপাতত সেই উত্তরের অপেক্ষায় থাকতে হচ্ছে জুয়ানা ভক্তদের।</p>