kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

কানের ভেতর মাকড়সার রাজত্ব! ভাইরাল ভিডিও (ভিডিও সহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মে, ২০১৯ ১১:১৭ | পড়া যাবে ১ মিনিটেকানের ভেতর মাকড়সার রাজত্ব! ভাইরাল ভিডিও (ভিডিও সহ)

কানজুড়ে জাল বিছিয়ে বসবাস শুরু করছে মাকড়সা

চীনের এক নাগরিক কানের ভেতর অনেকদিন ধরেই অস্বস্তি বোধ করছিলেন। এক পর্যায়ে ব্যথাও শুরু হয়। অগত্যা ডাক্তারের কাছে যেতে বাধ্য হন তিনি। কিন্তু সেখানে প্রাথমিক পরীক্ষার ফলাফল দেখে রীতিমতো শিউরে ওঠেন ডাক্তার। কানের ভিতর রাজত্ব করছে বিষাক্ত মাকড়সা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল হয়ে যায়।

ডাক্তার পরীক্ষা করে দেখতে পান, কানজুড়ে জাল বিছিয়ে বসবাস শুরু করছে মাকড়সা। কানের গহবরে (ক্যানেলে) ঘুরপাক খাচ্ছে মাকড়সা। কিছুক্ষণের প্রচেষ্টায় বের করে আনা সম্ভব হয় মাকড়সাটিকে। 

তবে পরীক্ষা করে দেখা হয়, কানের ভিতর সে রকম কোনো সংক্রমণ হয়নি চীনা লোকটির। 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস 

 

মন্তব্যসাতদিনের সেরা