<p>পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে চাকরি খোঁজার পাশাপাশি অন্য পেশার ব্যক্তিদের সঙ্গে সহজেই যোগাযোগ করা যায়। আর তাই অন্য ব্যবহারকারীদের সম্পর্কে ধারণা পেতে নিয়মিত অপরিচিত ব্যক্তিদের প্রফাইলে প্রবেশ করে তাদের পেশা, শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য দেখেন অনেকেই। লিংকডইনে কারা আপনার প্রফাইল দেখেছেন, তা অ্যাপ নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন ও ই-মেইলের মাধ্যমে সহজেই জানা যায়। চাইলে প্রফাইল দেখা ব্যক্তিদের তথ্য জানার জন্য নিজের পছন্দমতো মাধ্যমও নির্বাচন করা যায় লিংকডইনে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লিংকডইনেও দিনবদলের হাওয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2023/06/03/1685812602-1af2ed66482c24aa10891bafae382c3e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লিংকডইনেও দিনবদলের হাওয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/feature/techbishaw/2023/06/04/1286351" target="_blank"> </a></div> </div> <p>প্রফাইল কারা দেখেছেন, তা জানার মাধ্যম নির্বাচনের জন্য প্রথমে স্মার্টফোন থেকে লিংকডইন অ্যাপে প্রবেশ করে ওপরের বাঁ দিকে থাকা প্রফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস থেকে নোটিফিকেশনসে ক্লিক করে ‘নোটিফিকেশনস ইউ রিসিভ’ অপশনের নিচে থাকা ‘কানেকটিং উইথ আদারস’ নির্বাচন করতে হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেসবুকজুড়ে তারকাদের পুরনো ছবি, মজা পাচ্ছেন ভক্তরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/29/1724941310-29b914c6acc17a75087425f81369aecc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেসবুকজুড়ে তারকাদের পুরনো ছবি, মজা পাচ্ছেন ভক্তরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/08/29/1420073" target="_blank"> </a></div> </div> <p>এবার পরের পৃষ্ঠায় থাকা ‘প্রফাইল ভিউজ’ নির্বাচন করলেই ‘চুজ হোয়ার ইউ গেট নোটিফায়েড’-এর নিচে তিনটি অপশন দেখা যাবে। ইন অ্যাপ নোটিফিকেশনের পাশে থাকা টগল চালু করলে কারা লিংকডইন প্রফাইল দেখেছেন, তা নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে। পুশ নোটিফিকেশনের পাশে থাকা টগল চালু করলে পুশ নোটিফিকেশন আকারে এবং ই-মেইলের পাশে থাকা টগল চালু করলে ই-মেইলের মাধ্যমে কারা আপনার প্রফাইল দেখেছেন, তা জানা যাবে।</p>