<p style="text-align:justify">নরম ঠোঁট কে না চায়? কিন্তু হরমোনের তারতম্যের কারণে একেক জনের ত্বক একেক রকম হয়। আবার নারীদের থেকে পুরুষদের ত্বক আলাদা হয়। সে জন্য ঠোঁটও একেকজনের একেক রকম হয়। তাই সেই ত্বকের যত্ন নিতে চাইলে মানতে হবে বিশেষ নিয়ম। অধিকাংশ পুরুষের ঠোঁট ধূমপান থেকে শুরু করে নানা কারণে কালো হয়ে যায় বা চামড়া উঠতে থাকে। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মেনে চলতে হবে কিছু টিপস।</p> <p style="text-align:justify"><strong>অভ্যাসে পরিবর্তন আনতে হবে</strong></p> <p style="text-align:justify">প্রথমত কয়েকটি অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। যেমন-ঠোঁট কামড়ানো, ঠোঁটের আলগা চামড়া ছিঁড়ে নেওয়ার মতো বাজে অভ্যাস। সুন্দর ঠোঁট চাইলে জিভ দিয়ে বার বার ঠোঁট ভেজানো অভ্যাস ছাড়তে হবে। লালায় থাকে নানা ধরনের এনজাইম ঠোঁটে লাগলে ঠোঁট শুকিয়ে যেতে পারে। ফলে বিভিন্ন সমস্যা হতে পারে।</p> <p style="text-align:justify"><strong>নিয়মিত পরিষ্কার করতে হবে</strong></p> <p style="text-align:justify">ঠোঁটের ওপরও মৃত কোষ জমে থাকার একটি প্রবণতা রয়েছে। তাই তা নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রয়োজনে স্ক্রাব ব্যবহার করতে পারেন। স্ক্রাব ব্যবহারের পর ঠোঁটকে আর্দ্র রাখতে সঙ্গে সঙ্গে লিপ বাম লাগাতে হবে। সপ্তাহে অন্তত এক বার এই কাজ করে দেখতে পারেন।</p> <p style="text-align:justify"><strong>ময়েশ্চারাইজার ব্যবহার করুন</strong></p> <p style="text-align:justify">ঠোঁট শুকিয়ে গেলে খসখসে হয়ে যেতে পারে। তাই রোজ রাতে যত্ন নিন। ঘুমের আগে ভালো ভাবে ঠোঁটে বাম লাগান। না হলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সারা রাত ঠোঁটে ক্রিম লেগে থাকলে তা নরম থাকবে।</p>