<article> <p>বিয়েতে অনেকের পছন্দের তালিকায় থাকে বেনারসি শাড়ি। বাজারে এখন বেনারসিরও অনেক ধরন রয়েছে। বিয়েতে সব কনেই চান তার সাজ যেন একেবারে নিঁখুত হয়। তাই আগে থেকেই কিছু বিষয় মাথায় রেখে বেনারসি কেনা ভালো। </p> <p>১. কাতান বেনারসি, কোরা বেনারসি, জর্জেট বেনারসি, তানচোইসহ বিভিন্ন ধরনের বেনারসি বাজারে কিনতে পাওয়া যায়। এর মধ্যে থেকে কোনটি নিজের জন্য বেছে নেবেন তা আগে থেকেই ঠিক করে রাখা ভালো। তাহলে দোকানে গিয়ে একাধিক ধরনের শাড়ি না দেখে, কম সময়ে পছন্দেরটা কিনে ফেলতে পারবেন। পাশাপাশি কোন মৌসুম চলছে সেটাও মাথায় রাখতে হবে। এ ক্ষেত্রে ভরপুর শীতে একটু ভারী কাজের বেনারসি কিনতে পারেন। একইভাবে গরমে হালকা বেনারসি বেছে নিতে পারেন। সঙ্গে বাজেট পরিকল্পনাও করে নিন।</p> <p>২. শরীরের গড়ন লম্বা ও ছিপছিপে হলে ভারী কাজ ও চওড়া পাড়ের শাড়ি কিনতে পারেন। কিন্তু উচ্চতা কম হলে সরু পাড়ের হালকা কাজের শাড়ি বেছে নিতে পারেন।</p> <p>৩. বিয়েতে লাল রঙের বেনারসিই সকলের পছন্দের তালিকায় থাকে। অন্য রঙের শাড়িও অনেকে পরে থাকে। তবে ফ্যাশনের ট্রেন্ডের সঙ্গে গা না ভাসিয়ে নিজেকে যে রং সবচেয়ে বেশি মানায়, সেই রঙের বেনারসিই কিনুন। </p> <p>৪. এখন অনলাইনে অনেকে বেনারসি বিক্রি করেন। কিন্তু অনলাইন থেকে না কেনাই ভালো। নিজে দোকানে গিয়ে রং দেখে কেনাটা ভালো। কারণ ছবিতে শাড়ির রঙের তারতম্য বা কাপড়ের মান বোঝা মুশকিল। </p> <p>৫. সব বাজেটের বেনারসিই বাজারে পাওয়া যাবে। তবে সস্তায় শাড়ি কিনলে ঠকবেন না। আসল বেনারসি শাড়ির দুই পিঠেই ঘন সুতার কাজ থাকবে। নকল বেনারসির উল্টো পিঠ খসখসে থাকবে। তাই হাত দিয়ে ধরে পরীক্ষা করে দেখুন।</p> <p>সূত্র : আনন্দবাজার</p> </article>