<p>আজকাল ত্বকের পরিচর্যায় জনপ্রিয় হয়ে উঠেছে শিট মাস্কের ব্যবহার। বিশেষ করে ব্যস্ততম দিনের মাঝে ত্বকের যত্ন নেওয়ার সময় এই শিট মাস্কই যেন একমাত্র ভরসা। অনেকেই ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। তাদের জন্য শিট মাস্ক বেশ ভালো এক সমাধান। </p> <p>প্যাকেট খুলে মাস্ক বের করে মুখে ১০-১৫মিনিটের জন্য লাগিয়ে উঠিয়ে ফেললেই হয়ে যায়। দোকানে নানা ধরনের শিট মাস্ক পাওয়া যায়। কোনোটা ফলের নির্যাস সমৃদ্ধ আবার কোনোটা ফুলের। ত্বকের ধরণ বুঝে আপনাকে বেছে নিতে হবে। কেনার সময় উপাদানসমূহ দেখে কিনতে হবে অন্যথায় কোনো অ্যালার্জিক উপাদান থাকলে হিতে বিপরীত হতে পারে। কীভাবে বুঝবেন আপনার ত্বকের জন্য কোন শিট মাস্ক প্রয়োজন, চলুন জেনে নিই।  </p> <p><strong>শুষ্ক ও সাধারণ ত্বক  </strong></p> <p>শুষ্ক ত্বকের প্রধান সমস্যা হলো ত্বকের আর্দ্রতা কম থাকা। সেজন্য ত্বকের যত্নে এমন উপাদান ব্যবহার করা উচিত, যা আর্দ্রতা ধরে রাখবে। এই ধরণের ত্বকের জন্য হায়ালুরনিক অ্যাসিড, রাইস ওয়াটার, স্নেইল মিউসিন ও সুইট আলমন্ড ওয়েল সমৃদ্ধ শিট মাস্ক উপযুক্ত। আবার এগুলো সাধারণ ত্বকের জন্যও বেশ ভালো। </p> <p><strong>তৈলাক্ত ও মিশ্র ত্বক </strong></p> <p>তৈলাক্ত ত্বকের প্রধান সমস্যা হলো ব্রণ। এ ছাড়াও ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস তো আছেই। এ ধরনেরর সমস্যাগুলো মিশ্র ত্বকেও হয়ে থাকে। এগুলো থেকে মুক্তি পেতে গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড বা ম্যান্ডেলিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে এসকল উপাদান সমৃদ্ধ শিট মাস্ক ব্যবহার করতে পারেন। </p> <p><strong>স্পর্শকাতর ত্বক </strong></p> <p>স্পর্শকাতর ত্বকে কিছু ব্যবহারের আগে একটু সতর্ক থাকা প্রয়োজন। এ ধরনের ত্বকের জন্য রঙ বা সুগন্ধী ছাড়া সামগ্রী ব্যবহার করতে বলা হয়ে থাকে। শিট মাস্কের ক্ষেত্রেও তাই। তাই স্পর্শকাতর ত্বকের যত্নে বেছে নিতে পারেন অ্যালো ভেরা, ক্যামোমাইল ও অ্যালান্টোইনের নির্যাস সমৃদ্ধ শিট মাস্ক। তবে যেটাই ব্যবহার করবেন চেষ্টা করবেন প্যাকেটের গায়ে উপাদান সমূহ দেখে এরপর কেনার। </p> <p><strong>সূত্র : আনন্দবাজার</strong><br />  </p>