<article> <p style="text-align: justify;">দীর্ঘ সময় ফ্লাইটে বসে থাকলে, গর্ভাবস্থায়, মাসিকের আগে আগে পা ফুলতে পারে। কিডনি, হার্ট ও লিভারের রোগের কারণেও পায়ে পানি আসতে পারে। এই চিহ্ন হতে পারে বড় কোনো রোগের লক্ষণ। বিস্তারিত জানাচ্ছেন-</p> <p style="text-align: justify;"><b>অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী</b></p> <p style="text-align: justify;">সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ</p> <p style="text-align: justify;">বেশ কিছুদিন ধরে পা ফুলে থাকলে ও নাড়াতে কষ্ট হলে সতর্ক হতে হবে।</p> </article> <article> <p style="text-align: justify;"><b>কারণ যত</b></p> <p style="text-align: justify;"><b>আঘাত : </b>মচকালে বা ভাঙলে পা ফুলতে পারে। গোড়ালির চারপাশে হাড়ের সঙ্গে লাগা যে টিস্যু তা ছিঁড়ে গেলে পা ফুলে যেতে পারে। সেরে ওঠানোর জন্য রক্ত ধাবিত হয় সেখানে। এর ফলে পা ফুলে যায়।</p> </article> <article> <p style="text-align: justify;"><b>গর্ভাবস্থা : </b>গর্ভকালীন সময় শরীর পানি ধরে বেশি। তাই পা ফুলে যায়। দিনের শেষে বা অনেক সময় দাঁড়ালে এমন হয়। তবে এটি স্বাভাবিক ব্যাপার।</p> </article> <article> <p style="text-align: justify;"><b>প্রি-এক্লাম্পসিয়া : </b>গর্ভকালে পা ফুলতে পারে। কিন্তু এর সঙ্গে যদি থাকে অন্যান্য উপসর্গ যেমন : মাথা ধরা, বমিভাব, শ্বাসকষ্ট, পেট ব্যথা হতে পারে বিপদ। প্রি-এক্লাম্পসিয়া হয় গর্ভের বিশ সপ্তাহে আর এর সঙ্গে যুক্ত থাকে হাই ব্লাড প্রেসার।</p> <p style="text-align: justify;"><b>হার্ট ফেইলিওর : </b>হার্ট ঠিকঠাক পাম্প করছে না। পায়ের পাতায় রক্ত বা রক্ত বইছে না ঠিকমতো।</p> </article> <article> <p style="text-align: justify;">পায়ের পাতায় পানি জমেছে, ফ্লাট শুয়ে থাকায় অসুবিধা হচ্ছে এমনটা হলে দ্রুত ডাক্তার দেখান।</p> <p style="text-align: justify;"><b>কিডনি রোগ : </b>ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ থাকলে এতে কিডনি ভালো কাজ করে না। ফিল্টার ভালো কাজ করে না। লবণ জমে রক্তে। শরীর পানি ধরে বেশি। অভিকর্ষের ফলে পায়ে জমে পানি। লিভারের রোগে পানি জমে শরীরের পেটে।</p> <p style="text-align: justify;">এ ছাড়া পায়ে পানি জমলে তা ইডিমার লক্ষণ হতে পারে। শুধু পা নয়, এই রোগে মুখ ও হাতেও পানি আসতে পারে।</p> <p style="text-align: justify;"><b>করণীয়</b></p> <p style="text-align: justify;">* পাকে বিশ্রাম দিতে হবে</p> <p style="text-align: justify;">* পা উঁচুতে তুলে রাখা</p> <p style="text-align: justify;">* পায়ে বরফ দিতে হবে</p> <p style="text-align: justify;">* আঁটসাঁট মোজা পরতে হবে</p> <p style="text-align: justify;">কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে পায়ে পানি জমার পরিমাণ কমে। যদি পা টিপলে একটি টোল পড়ে গর্ত হয় যা থাকে আগের অবস্থায় না আসে, ত্বক মনে হয় টান টান আর লালাভ ব্যথা আর ফোলা থেকে যায় তবে ডাক্তারের কাছে যেতে হবে। প্রয়োজনে ওষুধ খেতে হতে পারে ডাক্তারের পরামর্শে।</p> </article>