<p>শীত প্রায় শেষ। অনেকেই ইতিমধ্যে শীতের কাপড় তুলে ফেলেছেন আলমারিতে। কেউবা এখনো ভাবছেন কিভাবে শুরুটা করবেন। জেনে নিন শীতবস্ত্রগুলো কিভাবে সংরক্ষণ করবেন-</p> <ul> <li>প্রথমেই আলাদা করে ফেলুন হালকা শীতের পোশাক কোনগুলো, আর ভারী পোশাক কোনগুলো। এতে পরিষ্কার করতে সুবিধা হবে। </li> <li>কিছু পোশাক হাতেই ধুয়ে ফেলা যায়, কিছু পোশাক ড্রাই ওয়াশ করানো ভালো। একটু ভারী, দামি শীতের পোশাক ড্রাই ওয়াশ করানোই ভালো। এতে দীর্ঘদিন ভালো থাকবে পোশাক। অন্যদিকে নিত্যকার ব্যবহারের শাল, চাদর, পঞ্চ এসব হাতে বা ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলা যায়। </li> <li>খেয়াল রাখুন, পশমি কিংবা উলের পোশাক কোনভাবেই যাতে ওয়াশিং মেশিনে না দেয়া হয়। এ ধরনের ফেব্রিক মাইল্ড সোপ বা শ্যাম্পু দিয়ে ধোয়া ভালো। এতে কাপড়ের মান বজায় থাকে।</li> <li>শীত পোশাক ধুয়ে, শুকিয়ে আনার পর পাতলা পলিব্যাগ, পেপার ব্যাগে মুড়ে রাখতে পারেন। তবে যেভাবেই রাখুন না কেন আলমারির কোনায় কোনায় ন্যাপথলিন দিতে ভুলবেন না। যেহেতু দীর্ঘদিনের জন্য এ কাপড়গুলো সংরক্ষণ করা হচ্ছে তাই ন্যাপথলিন না দিলে পোকামাকড় কাটতে পারে। এছাড়া পোকামাকড় থেকে রক্ষা করতে নিম পাতা দিয়ে রাখতে পারেন আলমারিতে। </li> </ul>