<p>শীতকালে ঠান্ডা থেকে রেহাই পেতে মেঝেতে কার্পেট বা শতরঞ্জি বিছিয়ে নেন অনেকেই। কেউবা পুরো বছরই মেঝের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ব্যবহার করেন কার্পেট বা শতরঞ্জি। কার্পেট ভালো রাখতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেসব জেনে নিন-</p> <ul> <li>আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় কার্পেট রাখুন।</li> <li>আগুন বা পানি থেকে কার্পেট দূরে রাখতে হবে।</li> <li>ভেজা বা আর্দ্র জায়গায় কার্পেট রাখবেন না। এতে সহজে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।</li> <li>নিয়ম করে কার্পেট পরিষ্কার রাখুন। দুই মাস অন্তর একবার রোদে দিন।</li> <li>ইঁদুর-জাতীয় প্রাণী বা পোকামাকড় থেকে কার্পেট বাঁচাতে কীটনাশক ব্যবহার করুন।</li> <li>কার্পেট ওয়াশ সেন্টারে হট ওয়াটার ওয়াশিং, স্ট্রিম ক্লিনিং, ড্রাই ক্লিনিং করে কার্পেট পরিষ্কার রাখতে পারেন। </li> <li>কার্পেট ব্যবহারে যত্নশীল হোন। নিয়মিত কার্পেট ব্রাশ করুন। </li> <li>সপ্তাহে এক দিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করতে পারেন। এতে অনেকদিন কার্পেট ভালো ও সুন্দর থাকবে। </li> </ul>