<p>সুস্থ ত্বক মানেই সুন্দর ত্বক। আর ত্বকের সুস্থতার জন্য পরিচ্ছন্নতার পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখার বিষয়টিও চলে আসে। আর্দ্রতা নষ্ট হলে আপনাতেই ত্বকের সৌন্দর্য মলিন হয়ে যায়। তাই সুন্দর ত্বক পেতে এবং আর্দ্রতা ধরে রাখতে নিয়মমতো ময়েশ্চারাইজার ব্যবহারের বিকল্প নেই। কিন্তু অনেকেই নিয়ম মেনে ময়েশ্চারাইজার ব্যবহার করার বিষয়টি সম্পর্কে অবগত নন। জেনে নিন কিভাবে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত সে বিষয়ে।</p> <p>অনেকেই জানেন না ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারের একটি সঠিক নিয়ম এবং ভুল নিয়ম রয়েছে। যদি কেউ সঠিক নিয়ম মেনে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তাহলে ত্বক আর্দ্রতা পায় পুরোপুরি। অন্যদিকে কেউ ভুল নিয়ম অবলম্বন করলে ত্বক আর্দ্রতা হারিয়ে নিষ্প্রাণ হয়ে পড়ে।</p> <ul> <li>ত্বক ধুয়েমুছে ভেজা ভাব থাকা অবস্থায়ই ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করুন। ত্বক পুরোপুরি শুকিয়ে যেতে দেওয়া যাবে না। বরং ভেজা, আর্দ্র ভাব থাকা অবস্থায়ই ক্রিম বা লোশন মেখে নিন মুখে ও পুরো শরীরে। কেননা ভেজাভাব থাকা অবস্থায় ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা হলে তকের আর্দ্রতা বজায় থাকে।</li> <li>অন্যদিকে অনেকেই একটা ভুল করে থাকেন। সেটি হচ্ছে- ত্বকে ময়েশ্চারাইজার ঘষে ব্যবহার করে থাকেন। যা একেবারেই অনুচিত। বরং ত্বকে ক্রিম বা যেকোনো ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম হচ্ছে পরিমাণমতো ক্রিম আঙুলের ডগায় নিয়ে না ঘষে ত্বকে চাপ দিয়ে দিয়ে লাগানো। এভাবে ব্যবহারের ফলে ত্বক ময়েশ্চারাইজার শুষে নিতে পারে ঠিকঠাক।</li> <li>ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে আরেকটি সাধারণ ভুল হচ্ছে, অনেকেই ভাবেন কেবল মুখের ত্বকে ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করলেই হলো। এটা একদমই ভুল। মুখের ত্বকের পাশাপাশি গলা, কানেও খানিকটা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। অন্যথায় এসব স্থান আর্দ্রতা হারাবে, ফলে মুখের ত্বকের সঙ্গে অসামঞ্জস্য লাগবে।</li> </ul> <p><em>সূত্র: লরিয়েল প্যারিস</em></p>