<p>বাড়ির সৌন্দর্যের অনেকটা জুড়েই রয়েছে মেঝে। মেঝে পরিষ্কার না হলে দেখতে যেমন ভালো লাগে না তেমনি পুরো বাসার সৌন্দর্যও ম্লান হয়। মেঝে ভালোভাবে মোছা হলেও এতে কালচে দাগ তৈরি হতে পারে। অনেক সময় এ দাগ এতটাই জেদি হয়ে পড়ে যে উঠতেই চায় না। এ ধরনের দাগ তুলতে নিয়মিত ঘর মোছার সময় কিছু উপায় বেছে নিতে পারেন<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span> </p> <p><strong>লিকুইড সোপ</strong><br /> ঘর মোছার সময় পানির সঙ্গে তরল সাবান যোগ করে নিতে পারেন। এতে মেঝের চিটচিটে ময়লার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। মেঝে হয়ে উঠবে চকচকে।<br />  <br /> <strong>ভিনেগার </strong><br /> ঘর মোছার পানির মধ্যে ভিনেগার মিশিয়ে নিতে পারেন। এতে মেঝে পরিষ্কার হবে পুরোপুরি। মেঝে থেকে জেদি দাগ তুলতে দারুণ কাজ করে এই পদ্ধতি। </p> <p><strong>ন্যাপথলিন </strong><br /> কাপড়ের দুর্গন্ধ দূর করতে ন্যাপথলিনের জুড়ি নেই। মেঝের দাগ তুলতেও এর জুড়ি মেলা ভার। ন্যাপথলিন পানির সঙ্গে মিশিয়ে মেঝে পরিষ্কার করলে মেঝের দাগও দূর হতে পারে। </p> <p><strong>বেকিং সোডা</strong><br /> মেঝেতে কালো ছোপ ছোপ দাগ প্রচণ্ড চেপে বসে গেলে, সেই দাগ তুলতে বেকিং সোডা দারুণ কাজে লাগতে পারে। পানির সঙ্গে মিশিয়ে নিয়ে তা দিয়ে ঘর মুছুন।</p>