<p>হেমন্তের সন্ধ্যায় বইতে শুরু করে হিমেল হাওয়া। এ সময়ে ছেলেদের পার্টি লুক কেমন হওয়া চাই, তা ডিজাইনার ও রূপ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে লিখেছেন <strong>আতিফ আতাউর</strong>।<br /> এ সময়ে ছেলেদের পাির্ট লুক হওয়া চাই স্টাইলিশ ও ফ্যাশনেবল। পার্টিতে স্টাইলিশ মুডে হাজির হতে ফিউশন ওয়্যার বেছে নিতে পারেন। শীত যেহেতু এখনো জেঁকে বসেনি, তাই হালকা ও ছিমছাম লুকটাই বজায় রাখার চেষ্টা করুন। টুয়েলভের সিনিয়র ডিজাইনার শুভাগত ভট্টাচার্য জানালেন, হালকা শীতের সন্ধ্যায় পার্টি লুকের জন্য কাজ করা কটি আর পাঞ্জাবি স্টাইলিশ মেলবন্ধন। এ জন্য বর্ণিল নকশার পাঞ্জাবি এনেছেন ডিজাইনাররা।</p> <p>পাঞ্জাবির হাতা, গলার নকশার সঙ্গে মিল রেখে কটিতেও একই বুনন দিচ্ছেন। এতে কটি ও পাঞ্জাবিও হয়ে উঠছে পার্টি উপযোগী। কটির কাজ এমনিতেই একটু ভারী হয়। পকেট, কলার ও হাতায় এমব্রয়ডারি ও হাতের কাজ করা থাকে। রঙের ক্ষেত্রে কালো, নীল, সাদা ও অফহোয়াইট চলছে বেশি। তবে ইদানীং অনেকেই কটি, পাঞ্জাবির জন্য সোনালি রং বেছে নিচ্ছে। খেয়াল রাখতে হবে কটির রং ও নকশা যেন পাঞ্জাবির সঙ্গে মানানসই হয়। পাঞ্জাবির ওপর কটি চাপিয়ে পকেটে লাল বা নীল রুমালের কোনা বের করে দিন। নিমেষে পার্টি লুক চলে আসবে।</p> <p>যাঁরা আরেকটু এগিয়ে থাকতে চান, তাঁরা বেছে নিতে পারেন কাবলি সেট। ছিমছাম পার্টি লুকের সঙ্গে হালকা শীতে আরাম মিলবে। পার্টি লুক আনতে এসব কাবলি সেটেও বৈচিত্র্যময় নকশা ও প্যাটার্ন এনেছেন ডিজাইনাররা। কাবলির গলা, হাতা ও বোতামের কারুকাজ মন কাড়বে সহজেই। পার্টি পোশাক হিসেবে পাঞ্জাবি-কটির সঙ্গে কাবলি সেটও বেছে নিচ্ছে তরুণরা। ক্লাব হাউসের হেড অব অপারেশন জেসন দাশ জানালেন, এখনকার পার্টিতে সেমি ফিটেট শার্ট, পোলো পরতেও পছন্দ করে তরুণরা। সাদা, লাল, কালো, বেগুনি, নীল, সবুজসহ যেকোনো রঙের শার্ট বা পোলো পার্টিতে মানিয়ে যাবে। পার্টি লুকের পোশাকে গৎবাঁধা রং নেই। যেকোনো রঙের শার্ট, পোলো বেছে নিন। খেয়াল রাখুন তাতে আপনাকে যেন মানিয়ে যায়। সঙ্গে স্যুট পছন্দ করেন। সিঙ্গল নট ও ডাবল ভিন্টেজ স্যুটও তরুণদের কাছে এগিয়ে রয়েছে। কালো বা নেভি ব্লু স্যুট বেছে নিতে পারেন। যাঁরা আরেকটু জমকালো পার্টি লুক চান, তারা প্রিন্স কোটও পরতে পারেন। স্যুটের সঙ্গে কন্ট্রাস্ট কোনো রঙের প্যান্ট দারুণ মানিয়ে যাবে।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="পোশাক" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Taposhi/pan.jpg" width="1000" /> <figcaption>এখনকার পার্টিতে সেমি ফিটেট শার্ট, পোলো পরতেও পছন্দ করে তরুণরা</figcaption> </figure> </div> <p>পার্টিতে জমকালো জুতা পরা চাই। লোফার ও স্নিকার্স এ ক্ষেত্রে আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে। শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা বললেন, ছেলেদের পার্টি লুকের জন্য দরকার জুতসই পোশাক, স্টাইলিশ ঘড়ি, সানগ্লাস ও জুতা। এগুলোর কম্বিনেশন হওয়া চাই। নতুন বা চকচকে জুতার প্রতি খেয়াল রাখতে হবে। পুরনো জুতা পরলে শাইনি করে নিন। প্যান্ট ও শার্ট ইন করে পরলে বেল্টের দিকেও নজর দিন। চেষ্টা করুন জুতার রঙের সঙ্গে মিলিয়ে বেল্ট পরার। এতে মানায় ভালো। চুলটা আগেভাগেই ছেঁটে নিন। জেল বা সেটিং স্প্রে দিয়ে স্টাইল করে নিতে পারেন। দাড়ি ট্রিম করে নিন।</p> <p>পার্টিতে শীতের প্রভাব ঠেকাতে ঠোঁটে লিপজেল লাগিয়ে নিন। খেয়াল রাখবেন, ঠোঁট যেন শুকিয়ে না যায়। পার্টিতে আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত থাকার চেষ্টা করুন। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ধরে রাখুন। কথা বলার সময় এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখতে পারেন। চাইলে দুই ‍হাত নাড়িয়েও আড্ডায় মাততে পারেন।</p>