<p>১০৮০ পদে পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগের প্রার্থী মনোনয়ন বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক <a href="https://dgfp.gov.bd/sites/default/files/files/dgfp.portal.gov.bd/notices/2eed83f6_7ae2_4fb7_9277_d426c87ba7bf/2024-01-14-13-07-30d2d322755ec645680677301baed288.pdf" target="_blank">বিজ্ঞপ্তি</a>তে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ১০ মার্চ তারিখে প্রকাশিত পরিবার কল্যাণ পরিদর্শিকা (প্রশিক্ষণার্থী) মনোনয়ন বিজ্ঞপ্তির আলোকে আবেদকারীদের লিখিত পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে নেওয়া হয়েছে। ১১ মে ২০২৩ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ১৫ মে থেকে ১৮ জুন ২০২৩ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়।</p> <p>বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৩ ডিসেম্বর তারিখের পর্যবেক্ষণ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী মনোনয়ন সংক্রান্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন বিভাগীয় নির্বাচন কমিটির ১১ জানুয়ারির সভার মতামত/সিদ্ধান্তের আলোকে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রক্রিয়া বাতিল করা হলো।</p> <p>প্রার্থীদের আবারও লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। </p>