মানিকগঞ্জের শিবালয় উপজেলার উদ্ভাবক জুলহাস মোল্লা। দীর্ঘ চার বছর চেষ্টার পর অবশেষে বিমান তৈরিতে সফলতা পেয়েছেন তিনি। বিমান উড্ডয়নের কোনো জ্ঞান না থাকলেও নিজের তৈরি বিমানে আকাশে উড়েছেন। ইচ্ছা পূরণের সঙ্গে সফল হয়েছে তার দীর্ঘদিনের পরিশ্রমও।
এবার জুলহাস একই প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করেছেন একটি নৌকা। যেটি পানির ওপর দিয়ে দ্রুতগতিতে ভেসে যেতে পারে। জুলহাস যন্ত্রটিতে চড়ে গতার পরীক্ষাও চালিয়েছেন। এমনটি ভিডিও আলোচিত এই তরুণ নিজের ফেসবুকে প্রকাশ করেছেন।
জুলহাস ওই ভিডিওর সঙ্গে লিখেছেন, বিমান প্রযুক্তি ব্যবহার করে নৌকা তৈরি করেছে বিমান নির্মাতা জুলহাস। এটি একটি আইয়ার বোট, যা পানিতেও চলে মাটি দিয়েও চলে, এর কাজ পুরোপুরি শেষ হয় নাই। পরবর্তী ভিডিওতে এর বিস্তারিত জানানো হবে।
প্রাথমিক ভাবে বানোনো এই যন্ত্রে মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করাহয়েছিল।
পরে সেটি পরিবর্তন করেন। জুলহাস বলেন, আমি আই যন্ত্রটি শিগগিরই নদীতে চালাবো। প্রথমে এর ইঞ্জিন ব্যবহার করেছিলাম মোটরসাইকেলের। সেটি তেল বেশি খাওয়ায় ও শব্দ বেশি হওয়ায় পরিবর্তন করেছি। এখন এটি ভালো সার্ভিস দিচ্ছে।
ভিডিওতে দেখা যায়, জুলহাস নিজের বানানো ওই যন্ত্র দিয়ে বিলের মধ্যে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। পেছনে পাখা যুক্ত করা। এই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন যে এটি নতুন কোনো আবিষ্কার নয়। হাফিজুর নামের একজন বলছেন, এটা হোবার ক্রাফ এটা মিনিমাম ৪০ বছর আগে তৈরি করছে, জেমস বন্ডের ছবিতে এটা আছে।
নতুন কোন কিছু নাই দেখে দেখে কপি করা।
জুলহাস এই মন্তব্যের উত্তর দিইয়েছেন। তিনি বলেন, আমি তো বলিনি এটা নতুন কিছু। আমাদের দেশে এটি নেই তাই বলেছি। তবে জুলহাসের এই বানানো যন্ত্রটি অনেকেই পছন্দ করেছেন। কেননা ভিডিওটিতে লাখের ওপর প্রতিক্রিয়া পড়েছে।
জুলহাস মোল্লার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে জুলহাস পঞ্চম। দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকায় বি কে এস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করার পরে আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি পরিবারের আর্থিক সংকটের কারণে। ২৮ বছর বয়সী যুবক জুলহাস চুক্তিভিত্তিকভাবে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।