<p>বেশ কিছুদিন ধরেই কলকাতা থেকে ঢাকাই মিডিয়ায় উড়ে আসছিল টলিউড তারকা জিৎ-এর সঙ্গে রাফীর হাত মেলানোর গল্প! গুঞ্জনে সবাই ফিসফাস করছিল, টলিউডে জিতের সঙ্গে করমর্দন করেছেন ঢালিউডের ট্রামকার্ড রায়হান রাফী। সঙ্গে আছেন ঢাকার ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী! তারা মিলে নির্মাণ করতে যাচ্ছেন যৌথ প্রযোজনার সিনেমা ‘লায়ন’। কিন্তু এ বিষয়ে দুই বাংলার কেউই ঠিকঠাক মুখ খুলছিলেন না। </p> <p>অবশেষে ১ অক্টোবর রাতে ডিমের খোলস ভাঙলেন রায়হান রাফী। জানালেন মূল খবর। বললেন, তার লক্ষ্যের কথা। যে লক্ষ্যের গভীরতা যেমন অতলে, দৈর্ঘ্যেও প্রায় সীমাহীন। তার এই স্বপ্নিল জার্নিতে সঙ্গে রেখেছেন ‘তুফান’ এবং ‘লায়ন’। </p> <p>সিনেমাটি প্রসঙ্গে রাফী গণমাধ্যমকে বলেন, ‘‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি ‘লায়ন’। নায়ক থাকছেন দু’জন। একজন টলিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’’</p> <p>রাফী নিশ্চিত করেন, ‘লায়ন’ নায়ক-ভিলেনের ছবি নয়। এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন। নির্মাতা আরও জানান, দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউড থেকে। সেটিও শিগগিরই জানান দেবে নির্মাণ পক্ষ। কারণ, ডিসেম্বরে ‘লায়ন’ নামছে শুটিং মাঠে, সেই বিষয়টি চূড়ান্ত।</p> <p>প্রাথমিকভাবে ছবির নাম নির্ধারণ করা হয়েছে ‘লায়ন’। জানা গেছে এর আগে একাধিকবার ছবিটি নিয়ে বসে কথা বলেছেন জিৎ-রাফী। ক্যারিয়ারে সুসময় ফিরিয়ে আনতে এ সিনেমার ওপর ভরসা করছেন জিৎ। </p> <p>ভারতীয় সংবাদমাধ্যমের কাছে রাফীর বেশ প্রশংসা করেছেন টলিউড সুপারস্টার। তিনি বলেন, ‘রায়হান রাফী, শ্যাম সুন্দর দের সঙ্গে এই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমাদের তিনজনের লক্ষ্য একটা ভালো ছবি বানানো। রাফির ছবি আমি দেখেছি। একজন প্রতিভাবান পরিচালক। এই গল্পটাকে রাফি যেভাবে লিখেছেন, তাতে ছবিটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা চেষ্টা করছি, সামনের ঈদে যাতে ছবিটা দর্শকের সামনে আসে।’</p> <p>চলতি বছর শুরু হবে লায়নের শুটিং। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রাফী।</p> <p> </p>