<p>এ বছর এপ্রিলেই জানা গিয়েছিল খবরটি। ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ তৎকালীন সরকারের কাছ থেকে একটি প্লট পেতে যাচ্ছে। অবশেষে খবরের সপ্তাহখানেক পর গত ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ ঢাকা জেলা প্রশাসনের কাছ থেকে তাদের জায়গা বুঝে পায়।</p> <p>ওই দিন এক ফেসবুক পোস্টে সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিম লেখেন, ‘আজ শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকার কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’</p> <p>এরপর এ নেতা লেখেন, ‘আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মো. সাবিরুল ইসলাম এবং ঢাকা জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান, এসি ল্যান্ড তেজগাঁও জনাব শরিফ মো. হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সবার প্রতি।’</p> <p>ওই দিনই সংঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসান একটি বিবৃতিতে বলেন, ‘জায়গাটি হোল্ডিং নং : ৩২, রোড : ২, ব্লক : সি, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর। গতকাল শুক্রবার, ৩ মে, ২০২৪, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, জেলা প্রশাসন ঢাকা-এর কাছ থেকে তাদের জায়গা বুঝে নিয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’</p> <p>জানা যায়, ওই দিন সীমানাপ্রাচীর তুলে দেন সংঘের নেতারা। দুই দিন ধরে কাজ চলে বলে জানা যায়।</p> <p>তবে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ক্ষমতার পটপরিবর্তন হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার পর থেকেই নানা ইস্যুতে ভাগ হয়েছে অভিনয়শিল্পী সংঘ। এর মধ্যে জানা গেল অভিনয়শিল্পীর সেই জায়গার সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সংঘের সভাপতি নাসিম। কালের কণ্ঠ’র সঙ্গে এক আলাপে তিনি বলেন, ‘পটপরিবর্তনের পরই সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে ওই জায়গার। কে বা কারা কাজটি করেছে জানি না।’</p> <p>দখল হওয়া বা প্লট বাতিলের আশঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না। এখন তো অনেক কিছুই ঘটছে। তাই আগাম কিছু বলতে পারছি না।’</p> <p>যদিও প্লটটি নিয়ে ওই সময় নাসিম সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, শিল্পীদের প্রশিক্ষণ, মিটিং, একসঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে এটি। সেভাবেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তারা।</p>