<p>এই মুহুর্তে তুফান ঝড়ে কাবু সিনেমাপ্রেমীরা। মুক্তির পর থেকেই দেশের প্রেক্ষাগৃহে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সিনেমাটি। বিশ্বের ১৫টি দেশে সফলভাবে চলছে তুফান। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেও। রায়হান রাফীর পরিচালনায় তুফানের প্রশংসায় পঞ্চমুখ সবাই।</p> <p>সম্প্রতি তুফানের পাশাপাশি নিজের প্রেমজীবন নিয়েও আলোচনায় নির্মাতা রায়হান রাফী। অভিনেত্রী তমা মির্জাকে ঘিরে প্রায়ই শিরোনামে উঠে আসেন এই পরিচালক। রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তমা। এমনকী তুফানেও অভিনয় করার কথা ছিল তমার। তবে পরবর্তীতে তিনি আর কাজ করেননি সিনেমাটিতে।</p> <p>জানা গেছে যে, ‘তুফান’-এ জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।</p> <p>অভিনেত্রী বলেন, ‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমি। আমাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। সিনেমাটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে।</p> <p>সামনে নিজের পরবর্তী কাজ প্রসঙ্গে তমা বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেব।</p> <p>রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’-এ।  সর্বশেষ রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তমা মির্জা। গুঞ্জন চলছে, দুজনে বিয়ের পিঁড়িতে বসতে পারেন শিগগিরই।</p>