<p style="margin-bottom:13px">গেল ৩০ জুন থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৪। এবারের পরীক্ষায় প্রশ্ন কোড করা হয়েছে দেশের ব্যান্ডের নামে। বিষয়টি গতকালই নজরে আসে সবার। অনেকেই প্রশ্নপত্রের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। অ্যাসেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান প্রশ্নপত্রের কয়েকটি ছবি দিয়ে লেখেন, “২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্ন‌ কোড সাজানো হয়েছে বাংলা ব্যান্ড-এর নামকরণ দিয়ে। এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে ‘অ্যাশেজ’ এবং ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘চিরকুট’, ‘লালন’, ‘আভাস’, ‘অবসকিউর’ ব্যান্ড-এর নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ড-এর জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।’’</p> <p>প্রথম দিন ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আর আজ দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এদিনও বাংলা ব্যান্ডের নামকরণে প্রশ্ন কোড করা হয়।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, আজ নামকরণ করা হয়েছে নেমেসিস, দলছুট, হাইওয়ে, দোহারসহ আরো কয়েকটি ব্যান্ডের নামে। অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন।</p> <p>বিশেষ করে গানের সঙ্গে যুক্ত মানুষরা এটিকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে আবার মজা করে লিখেছেন, ‘প্রশ্নকর্তা বাংলা ব্যান্ডের গানের ভক্ত, এ কারণেই এমনভাবে প্রশ্ন কোড করেছেন।’</p> <p> </p> <p> </p>