<p>ভারতের চলচ্চিত্রে আগে বলিউডের একচেটিয়া দাপট থাকলেও সাম্প্রতিক সময়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলোও মাথা তুলে দাঁড়িয়েছে। তবু বলিউডের অভিনেতাদের দাপট এখনও বিশ্বজুড়ে। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকাতেও আধিপত্য বলিউড অভিনেতাদের। তবে বলিউডের পাশাপাশি তামিল-তেলুগু অভিনেতারাও এখন মোটা অঙ্কের পারিশ্রমিক পান। সিনেমাপ্রতি তারা কেমন পারিশ্রমিক পান, সম্প্রতি সেই তথ্য প্রকাশ করেছে ফোর্বস।</p> <p>ফোর্বস-এর সর্বশেষ তালিকা অনুসারে, ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রতি সিনেমার জন্য তার পকেটে ঢোকে ১৫০ থেকে ২৫০ কোটি রুপি পর্যন্ত। মোট সম্পত্তির নিরিখেও তিনি অন্যদের চেয়ে বহু এগিয়ে। তার সম্পত্তির পরিমাণ ছয় হাজার ৩০০ কোটি রুপি।</p> <p>বর্তমান সময়ে ১৫০ থেকে ২১০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন তামিল সুপারস্টার রজনীকান্ত। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৩০ কোটি রুপি। পারিশ্রমিকে তৃতীয় স্থানে আছেন তামিল তারকা থালাপতি বিজয়। তিনি সিনেমাপ্রতি চার্জ করেন ১৩০ থেকে ২০০ কোটি রুপি। অভিনেতার মোট সম্পত্তির মূল্য ৪৭৪ কোটি রুপি।</p> <p>চতুর্থ স্থানেও দক্ষিণী তারকা। ‘বাহুবলী’ খ্যাত প্রভাস একটি ছবির জন্য ১০০ থেকে ২০০ কোটি রুপি পর্যন্ত সম্মানী নেন। তার পরেই আছেন বলিউড তারকা আমির খান। তিনি পারিশ্রমিক গড়ায় ১৭৫ কোটি রুপি অব্দি।</p> <p>শীর্ষ দশে থাকা অন্য তারকাদের সর্বোচ্চ পারিশ্রমিক হলো- সালমান খান (১৫০ কোটি রুপি), কমল হাসান (১৫০ কোটি রুপি), আল্লু অর্জুন (১২৫ কোটি), অক্ষয় কুমার (১৪৫ কোটি) ও অজিত কুমার (১০৫ কোটি)।</p> <p>অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান যথাক্রমে দীপিকা পাড়ুকোন (৩০ কোটি), কঙ্গনা রানাওয়াত (২৭ কোটি), প্রিয়াঙ্কা চোপড়া (২৫ কোটি), ক্যাটরিনা কাইফ (২৫ কোটি) ও আলিয়া ভাট (২০ কোটি)।</p>