<p>এখন ওটিটির যুগ। সিনেমাহলের চেয়ে ওটিটিতেই যেমন বেশি ঝুঁকছে দর্শকরা। বড় পর্দার একাধিক অভিনেতা-অভিনেত্রী এখন ডিজিটাল প্লাটফর্মে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করছেন। দিনে দিনে ওটিটি প্ল্যাটফর্মগুলোর প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। প্রতিবারের মতো এবারও ঈদে ওটিটিতে আসতে চলেছে বেশ কিছু ওয়েবফিল্ম ও সিরিজ। এবারের ঈদের ছুটিতে যেগুলো ঘিরে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। ওটিটি প্ল্যাটফর্ম হইচই, চরকি, বঙ্গ, দীপ্ত প্লে, আইস্ক্রিনে এবার ঈদ আয়োজনে দর্শক মাতাবে এসব  ওয়েবফিল্ম ও সিরিজ।</p> <p>এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে চঞ্চল চৌধুরী অভিনীত ভিকি জাহেদ নির্মিত নতুন সিরিজ ‘রুমি।’ ১০ এপ্রিল প্রকাশিত এই সিরিজে চঞ্চলকে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা যাবে, দুর্ঘটনায় যিনি চোখ হারান এবং এরপর অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্নের সূত্র ধরেই একটি হত্যা মামলা সমাধানে নামেন রুমি। এতে আরও অভিনয় করেছেন সজল নূর, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।</p> <p>চাঁদরাতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি।’ রহস্য, সাসপেন্স, মনোজগৎ-অনুভূতির দারুণ সব খেলা থাকছে এতে। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও কণ্ঠশিল্পী জেফার রহমান। আরও অভিনয় করেছেন সামিনা হোসেন প্রেমা, চঞ্চলের ছেকে শুদ্ধ, প্রেমাকন্যা রাই এবং আরও অনেকে।</p> <p>ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে সিনেমা ‘জ্বীন।’ এতে অভিনয় করেছেন পূজা চেরি, সজল নূর, জিয়াউল রোশান প্রমুখ। এছাড়া আগামী ১৩ এপ্রিল বঙ্গতে দেখা যাবে ঈদের নাটক ‘গর্ভ।’ এতে অভিনয় করেছেন তৌসিফ মাহাবুব ও তাসনিয়া ফারিণ। </p> <p>ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে নতুন সিনেমা ‘অপরাজেয়।’ সিনেমাটি নির্মাণ করেছেন প্রয়াত নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকী। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, দীপা খন্দকার প্রমুখ। গত বছর মৃত্যুর ঠিক আগে ‘অপরাজেয়’ সিনেমার শুটিং শেষ করেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা জাকী। আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হয়েছে সিনেমাটি।</p> <p>ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে’তে দেখা যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে অনিমেষ আইচ নির্মিত ওয়েব সিনেমা ‘মায়া।’ ভৌতিক এবং প্রেমের গল্পের এ সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, গোলাম ফরিদা ছন্দা, শিল্পী বৃন্দাবন দাস ও শাহনাজ খুশীর দুই ছেলে দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, টাপুর, টুপুর প্রমুখ।</p>