<p>বছরজুড়ে বিনোদন অঙ্গন ছিল নানা ঘটনায় আলোচিত। মুক্তি পেয়েছে বিভিন্ন ঘরানার সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্য মতে, জানুয়ারি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেয়েছে। ২০২৩ সালের আলোচিত কয়েকটি সিনেমা নিয়ে আজকের এই আয়োজন।</p> <figure class="image"><img alt="1" height="263" src="https://www.newsbangla24.com/assets/news_images/2022/10/03/black-war-poster.jpg" width="500" /> <figcaption><sub><em>ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২</em></sub></figcaption> </figure> <p><strong>ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২ : </strong>সানী সানোয়ার পরিচালিত এই সিনেমা মুক্তির মাধ্যমেই শুরু হয় চলতি বছর। সিনেমাটি মুক্তি পেয়েছিল জানুয়ারির ১৩ তারিখ। ‘মিশন এক্সট্রিম’–এর সিক্যুয়েল ব্ল্যাক ওয়ার মুক্তি দিয়ে নতুন বছরের খাতা খুলেছিল। পুলিশ অ্যাকশন থ্রিলার এই সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী,তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ। মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। </p> <p><strong>অ্যাডভেঞ্চার অব সুন্দরবন : </strong>জানুয়ারির তৃতীয় সপ্তাহে অর্থাৎ ২০ জানুয়ারি মুক্তি পায় পরীমনি ও সিয়াম আহমেদ জুটির সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। শিশুতোষ এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। নির্মাতা কলাকুশলীদের প্রচারণা দিয়েই আলোচনায় ছিল সিনেমাটি। মুক্তির কয়েক মাস আগে থেকেই সিনেমাটি নিয়ে জোর প্রচারণায় নেমেছিলেন নির্মাতা–শিল্পীরা।  </p> <p><strong>লিডার, আমিই বাংলাদেশ :</strong> এপ্রিলের ২২ তারিখ মুক্তি পেয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’সিনেমাটি। তপু খান পরিচালিত এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ঈদুল ফিতরে সারা দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।  ঈদে শাকিব খানের একটি সিনেমাই মুক্তি পেয়েছিল। তাই সিনেমাটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। </p> <p><strong>কিল হিম : </strong>ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘কিল হিম’সিনেমাটিও। দেশের ১৮ টি হলে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষা জুটির এই সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ঢাকার শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে তার লড়াইয়ের গল্প নিয়েই কিল হিম। নানা কারণে আলোচিনায় ছিল সিনেমাটি।   </p> <figure class="image"><img alt="1" height="281" src="https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/08/07/priotoma-01.jpg" width="500" /> <figcaption><sup><em>প্রিয়তমা</em></sup></figcaption> </figure> <p><strong>প্রিয়তমা : </strong>শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি বছরের সর্বোচ্চ আলোচিত ও প্রশংসিত সিনেমা। সিনেমাটি সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল। সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছে কলকাতার ইধিকা পাল। সিনেমাটি বেশ প্রশংসিত ও দর্শকপ্রিয়তা পায়। এ ছাড়াও সিনেমাটির ‘ঈশ্বর’ ও ‘প্রিয়তমা’গান ছিল বছরের আলোচিত গান। </p> <p><strong>সুড়ঙ্গ : </strong>ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’সিনেমাটি নিয়েও হয়েছে ব্যাপক আলোচনা হয়। রায়হান রাফির নির্মাণে এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। দারুণ অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নেন  নিশো। ছবিটির ‘গা ছুঁয়ে বলো’ ও ‘টাকা তুই আমার জান’ গান দুটি বেশ দর্শকপ্রিয়তা পায়। </p> <p><strong>প্রহেলিকা : </strong>ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’সিনেমাটিও আলোচনায় ছিল। এ ছবির মাধ্যমে আট বছর পর বড় পর্দায় ফেরেন মাহফুজ আহমেদ। সিনেমায় মাহফুজের সঙ্গে জুটি বাঁধেন শবনম বুবলী। গল্প, প্লট, নির্মাণ আর অভিনয়গুণে ছবিটি দর্শকমহলে বেশ নন্দিত হয়।</p> <figure class="image"><img alt="1" height="300" src="https://www.kalerkantho.com/_next/image?url=http%3A%2F%2Fcdn.kalerkantho.com%2Fpublic%2Fnews_images%2F2023%2F10%2F19%2F1697704439-c9ae0a764047696f7ac04a9a47fa35c8.jpg&w=1920&q=100" width="500" /> <figcaption><sub><em>মুজিব : একটি জাতির রূপকার </em></sub></figcaption> </figure> <p><strong>মুজিব : একটি জাতির রূপকার : </strong>জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। এই সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন আরিফিন শুভ। সিনেমাটি বাংলাদেশে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ বাংলাদেশের ১৫৩ প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। এই সিনেমায় অভিনয় করেছেন অসংখ্য তারকা। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার চরিত্রে দেখা গেছে নুসরাত ইমরোজ তিশাকে। </p> <p><strong>১৯৭১ : সেইসব দিন : </strong>অনুদানপ্রাপ্ত ও হৃদি হক পরিচালিত প্রথম ছবি ‘১৯৭১ সেই সব দিন’। শ্রদ্ধেয় নাট্যজন প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় মুক্তিযুদ্ধকালীন ঘটনা প্রবাহ নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। আধুনিক নির্মাণ ও বৈচিত্র্যতায়  সিনেমাটি দর্শকের কাছে বেশ প্রশংসা পেয়েছে। সিনেমার গান  ‘যাচ্ছ কোথায়’ও  ‘ইয়ে শামে’গান দুটিও পেয়েছিল দর্শকপ্রিয়তা। </p> <p><strong>অন্তর্জাল :</strong> দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলায় দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াই-এর গল্পে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ। নানা কারণে আলোচনায় ছিল সিনেমাটি। </p> <p>এর বাইরে আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হয়ে প্রশংসার পাশাপাশি বিভিন্ন সম্মাননা কুড়িয়েছে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’,‘সাঁতাও’।  আলোচিত না হলেও প্রশংসা কুড়ায় সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, ‘জ্বীন’ ,‘আদম’। </p> <p><strong>এছাড়া বছর জুড়ে দেশের হলে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো :</strong></p> <p>১. ব্ল্যাকওয়ার<br /> ২. অ্যাডভেঞ্চার অব সুন্দরবন<br /> ৩. সাঁতাও <br /> ৪. ভাগ্য <br /> ৫. বীরকন্যা প্রীতিলতা <br /> ৬. কথা দিলাম <br /> ৭. মন দিয়েছি তারে <br /> ৮. বুবুজান<br /> ৯. মায়ার জঞ্জাল <br /> ১০. ওরা ৭ জন<br /> ১১. জে কে ১৯৭১<br /> ১২. একটি না-বলা গল্প <br /> ১৩. রেডিও <br /> ১৪. লিডার- আমিই বাংলাদেশ <br /> ১৫. লোকাল <br /> ১৬. জ্বীন <br /> ১৭. শত্রু <br /> ১৮. আদম<br /> ১৯. কিল হিম<br /> ২০. পাপ<br /> ২১. প্রেম প্রীতির বন্ধন <br /> ২২. আদিম<br /> ২৩. মা <br /> ২৪. সুলতানপুর<br /> ২৫. আমি টোকাই <br /> ২৬. যেমন জামাই তেমন বউ<br /> ২৭. ফিরে দেখা <br /> ২৮. ফুলজান<br /> ২৯. প্রিয়তমা <br /> ৩০. সুড়ঙ্গ<br /> ৩১. প্রহেলিকা <br /> ৩২. লাল শাড়ি <br /> ৩৩. ক্যাসিনো <br /> ৩৪. মাইক <br /> ৩৫. গোয়িং হোম<br /> ৩৬. সেই সব দিন<br /> ৩৭. আম কাঁঠালের ছুটি <br /> ৩৮. এম আর- নাইন<br /> ৩৯. ঘর ভাঙা সংসার <br /> ৪০. সুজন মাঝি<br /> ৪১. অন্তর্জাল <br /> ৪২. বৃদ্ধাশ্রম<br /> ৪৩. দুঃসাহসী খোকা<br /> ৪৪. ইতি চিত্রা<br /> ৪৫. মুজিব <br /> ৪৬. মেঘের কপাট<br /> ৪৭. অসম্ভব <br /> ৪৮. যন্ত্রণা<br /> ৪৯. আজব ছেলে <br /> ৫০. মৃত্যুঞ্জয়ী </p> <p>দেশি চলচ্চিত্রের পাশাপাশি এই বছর ‘কিস কিসিকা ভাইজান’, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’র মতো ভারতীয় সিনেমা মুক্তি পেয়েছে। </p>