kalerkantho

মঙ্গলবার । ৩০ চৈত্র ১৪২৭। ১৩ এপ্রিল ২০২১। ২৯ শাবান ১৪৪২

জয় চৌধুরী ও আঁচলের 'এক পশলা বৃষ্টি'

অনলাইন ডেস্ক   

২ মার্চ, ২০২১ ১৪:১০ | পড়া যাবে ১ মিনিটেজয় চৌধুরী ও আঁচলের 'এক পশলা বৃষ্টি'

জুটিবদ্ধ হলেন জয় চৌধুরী ও আঁচল। ইতিমধ্যে ‘এক পশলা বৃষ্টি’ নামের ছবিটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি নির্মাণ করছেন জাফা আল-মামনু।  
ছবিতে জুটি হয়ে অভিনয় করবেন নায়ক জয় চৌধুরী ও নায়িকা আঁচল আঁখি। এর আগেও কিছু সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।

নতুন সিনেমাটি নিয়ে চিত্রনায়ক জয় বলেন, ‘সিনেমার গল্পটি খুব চমৎকার। গল্পের জন্যই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার চরিত্রেও বেশ গুরুত্ব আছে। সেই সঙ্গে বন্ধু আঁচলের সঙ্গে কাজ করব। আশা করছি, ভালো একটি সিনেমা নিয়ে হাজির হতে পারব আমরা।’

পরিচালক জানান, তার এ সিনেমায় আরো অভিনয় করবেন কায়েস আরজু, নানাশাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদ প্রমুখ।

এ ছবির শুটিং হবে ঢাকা ও কক্সবাজারে।  ক্লাসিক রোমান্টিক ঘরানার এ সিনেমাটি রোজার ঈদের মধ্যেই মুক্তি পাবে।

মন্তব্যসাতদিনের সেরা