kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

নবাব এলএলবি সিনেমায় ১১ 'আপত্তিকর' দৃশ্য

অনলাইন ডেস্ক   

৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:২৬ | পড়া যাবে ২ মিনিটেনবাব এলএলবি সিনেমায় ১১ 'আপত্তিকর' দৃশ্য

‌'নবাব এলএলবি' চলচ্চিত্রের ১১ দৃশ্যে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। ওই দৃশ্যগুলো বাদ দিয়ে নতুন সংযোজন করে সেন্সরে জমা দেওয়ার জন্য পরিচালক ও প্রযোজক বরাবর বুধবার চিঠি দেওয়া হয়েছে। কর্তন ছাড়া ছবিটি ছাড়পত্র দেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছন সেন্সর বোর্ডের সচিব মো. জসিম উদ্দিন।  

গত বিজয় দিবসে অনলাইন প্ল্যাটফরম আই থিয়েটারে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত সিনেমা 'নবাব এলএলবি'। শাকিব খান, শহিদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, রাশেদ অপু, সুষমা সরকার, সুমন আনোয়ার, শায়েদ আলী, শাহীন মৃধা ও সীমান্ত অভিনয় করেছেন ছবিটিতে। ধর্ষণের বিরুদ্ধে জোর প্রতিবাদস্বরূপ নির্মিত হয় 'নবাব এলএলবি'। সিনেমার সংলাপে আপত্তি ও পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। কয়েকদিন কারাগারে থাকতে হয় তাদের। বিদেশি গণমাধ্যমে এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের এক সদস্য বলেন, সিনেমায় একাধিক সংলাপে আপত্তি রয়েছে। কোর্টে বিচারকের কার্যকলাপ সঠিক মনে হয়নি। তিনি আরো জানান, অনন্য মামুন পরিচালিত আরেক সিনেমা 'মেকআপ'-এর সংলাপেও আপত্তি রয়েছে সেন্সর বোর্ডের।

'নবাব এলএলবি'র একটি সংলাপ হলো 'নারী ধর্ষণ মানে স্বাধীনতাকে হত্যা', এটি দর্শক পছন্দ করেছে বলে মনে করেন নির্মাতা অনন্য মামুন। তবে এ সংলাপ নিয়েও সেন্সর বোর্ড আপত্তি জানিয়েছে। অনন্য মামুন বলেন, 'নারী ধর্ষণ মানে স্বাধীনতাকে হত্যা' সংলাপটি নিয়ে কিভাবে আপত্তি ওঠে আমার জানা নেই। ভালো সিনেমা নিয়ে কেন সেন্সর থেকে আপত্তি আসে- এ প্রশ্নের কোনো উত্তর পাইনি। বরং মানহীন কোয়ালিটিলেস সিনেমাগুলো আনকাট সেন্সর ছাড়পত্র পেতে দেখি।' 

মামুন বলেন, ১১ জায়গায় সেন্সর থেকে আপত্তি জানিয়েছে। এগুলো বাদ দিয়ে পুনরায় আবার 'নবাব এলএলবি' জমা দেব। এতে করে সিনেমাটির টানটান উত্তেজনায় ভাটা পড়বে- এটাই স্বাভাবিক। তবে সেন্সর ছাড়পত্র নিয়ে সিনেমা হলে মুক্তি দেব।

শাকিব খান অভিনীত ছবিটি নিয়ে নিয়মিত কাদা মাখামাখিও চলছে। শেষ পর্যন্ত সিনেমা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা দেখার অপেক্ষায় রয়েছে চলচ্চিত্রপ্রেমীরা। 

মন্তব্যসাতদিনের সেরা