kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

মাসুদ রানার চরিত্রে এবিএম সুমন

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০২০ ১৬:১০ | পড়া যাবে ১ মিনিটেমাসুদ রানার চরিত্রে এবিএম সুমন

অনেক দিন ধরে গুঞ্জন রয়েছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে গোয়েন্দা চরিত্র মাসুদ রানা হচ্ছেন এবিএম সুমন। এবার নায়কের জন্মদিনের এলো আনুষ্ঠানিক ঘোষণা।

সুমনের জন্মদিন বুধবার। জাজের ফেইসবুক পেজে এই উপলক্ষে বলা হয়, আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে হলিউড প্রডাকশন ‘এমআর নাইন’-এ মাসুদ রানা হচ্ছেন এবিএম সুমন। করোনাভাইরাস প্রাদুর্ভাব পরবর্তী সময়ে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে।

আরও বলা হয়, কয়েক মাস অডিশনের পর সুমনকে চূড়ান্ত করা হয়। বাছাই প্রক্রিয়ায় অংশ নেন ১২শ’র বেশি প্রতিযোগী। অথচ এর আগে চ্যানেল আইয়ের ভ্রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন সোহেল রানা মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন বলে জানা যায়।

গত বছরের ২৯ আগস্ট ফেইসবুকে জাজের ভেরিফায়েড পেজ থেকে জানানো হয়, ‘মাসুদ রানা’য় অভিনয় করবেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। পরে এ নায়িকা জানান, এ ছবি সম্পর্কে কিছুই জানেননি।

এই সিরিজের জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ।

মন্তব্যসাতদিনের সেরা