শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি
‘একদিন মাটির ভেতর হবে আমার ঘর’ উচ্চারিত হতেই গোটা আর্মি স্টেডিয়াম সোল্লাসে প্রকম্পিত হয়ে ওঠে।
দেশের লোকগান বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’।
এই উৎসবের পঞ্চম আসরের পর্দা উঠেছে গতকাল ১৪ নভেম্বর। আজ ফোক ফেস্টের দ্বিতীয় দিন।
বাংলাদেশের শরিফুল ইসলাম, কামরুজ্জামান রাব্বি ও কাজল দেওয়ান, মালিয়ান লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি হাবিব কইটের গান যখন গাইছিলেন তখন রাত সাড়ে ৯ টা পেরিয়ে গেছে। এসময় মঞ্চে ওঠেন ফকির শাহাবুদ্দিন। গলায় গামছা ও শরীরে সাদা পাঞ্জাবি। সাথে তার দল।
ফকির শাহাবুদ্দিন পুরো আর্মি স্টেডিয়াম জমিয়ে দেন। তৃষ্ণার্ত দর্শক-শ্রোতাদের একের পর হৃদয়গ্রাহী গান গেয়ে আলোড়িত করেন।
এসময় তিনি দে দে পাল তুলে দে যাব মদীনায়, শ্রী কৃষ্ণের প্রেমের গান, রইয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া, বন্দে মায়া লাগাইছে সহ শ্রোতাপ্রিয় গান গেয়ে পুরো স্টেডিয়ামকে নিজের সুরের সাথে মাতিয়ে তোলেন।
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে উৎসব চলছে রাত ১২টা পর্যন্ত। বাংলাদেশসহ ছয় দেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছে এবারের উৎসবে। ২০১৫ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। শনিবার শেষ হবে এবারের উৎসব।
মন্তব্য