ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবেও সফল ছিলেন। চলচ্চিত্রে গাওয়া গানগুলো শুধু হিটই হয়নি, হয়েছে সুপার ডুপার হিট। তরুণ প্রজন্মকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত করতে আইয়ুব বাচ্চুর ভূমিকা ছিল অনবদ্য।
‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ তার বাংলা ছবির অন্যতম একটি জনপ্রিয় গান।
বিজ্ঞাপন
এরপরে বাংলা চলচ্চিত্রে 'আম্মাজান' গানটিও তুমুল হিট হয়। এই গানটিকে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি ধরা হয়।
এ ছাড়া বাংলা চলচ্চিত্রে গাওয়া আইয়ুব বাচ্চুর উল্লেখযোগ্য গান হল - ‘সাগরিকা’ ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘ব্যাচেলর’ ছবির ‘আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে’,
‘লাল বাদশা’ ছবির ‘আরো আগে কেন তুমি এলে না’, ‘তেজী’ ছবিতে ‘এই জগত সংসারে তুমি এমনই একজন’, ‘স্বামী আর স্ত্রী’, ‘তোমার আমার প্রেম এক জনমের নই’, ‘মেয়েরা মাস্তান’ ছবিতে ‘ঘড়ির কাঁটা থেমে থাক’, ‘চোরাবালি’ ছবিতে ‘ভুলে গেছি জুতোটার ফিতেটাও বাঁধতে’ শিরোনামের গান।