<p>পূর্ব ঘোষিত সময়ের মধ্যে ঢাকা দুই সিটির কোরবানির বর্জ্য অপসারণ হয়েছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, তারা সংশ্লিষ্ট করপোরেশন এলাকা থেকে সকল কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে।</p> <p>প্রায় ১০ ঘণ্টার মধ্যে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।</p> <p>ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলেছে, পূর্ব ঘোষিত ৬ ঘণ্টা সময়সীমার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সফলভাবে অপসারণ করা হয়েছে। ডিএসসিসির মুখপাত্র আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398426"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুটির আমেজে মেট্রো, কাল থেকে চলবে নতুন সূচিতে" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/18/1718702042-bb475112da7a47a59ab31c40da29d9f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">ছুটির আমেজে মেট্রো, কাল থেকে চলবে নতুন সূচিতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/18/1398426" target="_blank"> </a></div> </div> <p>এর আগে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ করার ঘোষণা দিয়েছিলেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। ডিএসসিসি জানায়, সোমবচার দুপুর ২টা থেকে তারা বর্জ্য অপসারণ শুরু করে আজ দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হয়েছে।</p> <p>এর আগে ডিএনসিসি পূর্ব ঘোষিত ৬ ঘন্টা সময়সীমার মধ্যে সমস্ত কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ শেষ করার ঘোষণা দেয়। ডিএনসিসি জানায়, কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে।</p> <p>ডিএনসিসি মেয়র বলেন, 'সবার সহযোগিতায় পূর্ব ঘোষিত ছয় ঘন্টায় ঢাকা উত্তর সিটির কোরবানীর বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আমি নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটিকর্পোরেশনকে একসাথে কাজ করতে হবে।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398419"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এমবাপ্পের নাকে অস্ত্রোপচার, ছিটকে যেতে পারেন ইউরো থেকে" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/18/1718698859-d8f8dedc0591f3b913dbcdf0fdea2687.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">এমবাপ্পের নাকে অস্ত্রোপচার, ছিটকে যেতে পারেন ইউরো থেকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/06/18/1398419" target="_blank"> </a></div> </div> <p>ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম নগরবাসীর সহযোগিতামূলক আচরনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।</p> <p>ডিএনসিসির ১০টি জোনে ২ হাজার ১০১টি ট্রিপে মোট ১০ হাজার ৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।</p>