<p>রাজধানীতে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খিলগাঁও থানা এলাকায় দুজন, যাত্রাবাড়িতে একজন মারা গেছেন। সোমবার (২৭ মে) রাতে এ তিনটি ঘটনা ঘটে। </p> <p>নিহতরা হলেন মরিয়ম (৪৫), মো. রাকিব (২৫) ও লিজা আক্তার (১৫)।</p> <p>পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৃথক সময়ে একে একে তিনজনকেই মৃত ঘোষণা করেন।</p> <p>সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ঘটনা তিনটির বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। লিজা আক্তার, তিনি যাত্রাবাড়ী থানাধীন দরবার শরীফ সামেদ ভূঁইয়ার বাসার ভাড়াটিয়া।</p> <p>তিনি বাসার পাশে টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে লিজা।</p> <p>অপরদিকে, একই দিন রাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুটির স্পর্শে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম (৪৫) নামে নারী। পরে ওই এলাকার এক যুবক নাহিদ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।</p> <p>এদিকে, খিলগাঁও তালতলায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে রেখে চার্জে দেওয়ার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন চালক মো. রাকিব (২৫)। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p>