<p>বাগেরহাটের ফকিরহাটে ধর্ষণ মামলায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে খুলনা র‌্যাব-৬। রবিবার (১৩ অক্টোবর) রাতে ঝিনাইদহ এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে র‌্যাব। </p> <p>গ্রেপ্তার আসামিরা হলেন ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের সৌভাগ্য দাশের তিন ছেলের মধ্যে যমজ দুই ভাই গৌরাঙ্গ দাশ (৩৫) ও নিতানন্দ দাশ (৩৫) এবং বড় ছেলে তন্ময় দাশ (৩৮)।</p> <p>ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম মামলার বরাত দিয়ে জানান, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযুক্ত গৌরাঙ্গ দাশ এক কিশোরীকে ধর্ষণ করে।</p> <p>তিনি আরো বলেন, এ ঘটনায় ১৫ অক্টোবর অভিযুক্তের মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারদের সোমবার দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।</p>