<p>জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) পৌরসভার ঝালরচর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। হেনা বেগম ঝালরচর পশ্চিমপাড়া গ্রামের শের আলীর স্ত্রী।</p> <p>স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে গোসল করে বেরিয়ে আসার সময় ভেজা হাতে বৈদ্যুতিক লাইনের সুইচ অফ করতে যায় হেনা বেগম। ওই সময় বিদ্যুতায়িত হয়ে আহত হন তিনি। পরে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন  চিকিৎসক।</p> <p>বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।</p>