<p style="text-align:justify">জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র নজিবুল সরকার বিশালের কবর জিয়ারত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। </p> <p style="text-align:justify">শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জয়পুরহাট জেলা থেকে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী গ্রাম রতনপুরে পৌঁছেন কেন্দ্রীয় সমন্বয়করা। বিশালের কবর জিয়ারত শেষে সমন্বয়করা বিশালের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। </p> <p style="text-align:justify">তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে নিহত সব শহীদ পরিবারের প্রতি খেয়াল রাখা হবে এবং সব ধরনের সহায়তা করা হবে। </p> <p style="text-align:justify">বিশালের বাবা মজিদুল সরকার বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’</p> <p style="text-align:justify">এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলাম আসাদ, সাইফুল ইসলাম ছাড়াও জেলা ও উপজেলার সমন্বয়ক, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসানসহ পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>