<p>পাবনা সদরের পাইকেল গ্রাম আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।</p> <p>আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আসের প্রামানিকের ছেলে। </p> <p>স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফজাল লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমজাদকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা প্রথমে আজাদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।</p> <p>পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ ঢাকা থেকে পাবনার উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।’</p>