<p>ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সলিয়া, চিথলিয়া, সাতকুচিয়া, শাহপাড়া, জগতপুরসহ বিভিন্ন গ্রামে অর্ধলাখ মানুষ ঘরে আটকে আছে। ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের পরিচালক মুসা একজন স্কুল শিক্ষক। তার বাড়ি ফুলগাজীর জগতপুর এলাকায়।</p> <p>আজ বুধবার (২১ আগস্ট) সকালে তিনি জানান, বাড়ির পাশে নদীর পাড়ে স্কুল শিক্ষক নিজাম উদ্দিন তার পরিবার নিয়ে আটকে আছে। তারা একটি ঘরের ছাদে বসে শিশুদের নিয়ে বৃষ্টিতে ভিজছে। নিজ জেলার এমন প্রাকৃতিক বিপর্যয় আর কখনো দেখেননি বলে জানান তিনি।</p> <p>ফেনী শহরের ব্যবসায়ী টুটুল জানান, তার বোন নাছরিন ও ভগ্নিপতি নুরুল আলম মজুমদারও পরিবারসহ আটকে আছেন বাড়িতে। তাদের বাড়ি পরশুরামের চিথলিয়া বাজারের পাশে মজুমদার বাড়ি।</p> <p>ফেনী বাজারের ব্যাবসায়ী তাজওয়ার জানান, তার মামার বাড়ি ফুলগাজীর শাহপাড়া। তার পরিবারও ছাদে আটকে আছে। ফেনী-পরশুরাম সড়ক যোগাযোগ বন্ধ আছে।</p> <p>পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব বলেন, ‘নৌকা দিয়ে অর্ধশত পরিবারকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।’</p>