<p style="text-align:justify">ইয়াবা গডফাদার হিসেবে পরিচিত কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রামের জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।  </p> <p style="text-align:justify">তিনি বলেন, রাত আটটার দিকে চট্টগ্রামের জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বুধবার তাকে আদালতে তোলা হবে। </p> <p style="text-align:justify">এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।<br />  </p>