<p>বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই কলেজছাত্র নিহত হয়েছে। আজ রবিবার (১৮ আগস্ট) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন- বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মেঝোরা গাওলা গ্রামের লিয়াকত শেখের ছেলে রানা শেখ (২৫) এবং একই গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার (২৪)।</p> <p>মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ নুরুজ্জামান চুন্নু জানান, আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে ওই ২ কলেজছাত্র জয়ঢিহির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজপাট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটি রাস্তার ওপর উল্টে যায় এবং রানা ও অমিত গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ২ জনকেই মৃত ঘোষণা করেন।<br /> আইনগত প্রক্রিয়া শেষ করে ২ জনের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।</p>