<p>বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (ডিজি) ড. মো. শাহজাহান কবীর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন। <br />   <br /> সূত্র জানায়, অবৈধভাবে শ্রমিক নিয়োগ, বিজ্ঞানীদের সঙ্গে দুর্ব্যবহার ও চাকরিচ্যুত, প্রকল্পের অর্থের অপচয় এবং আপ্যায়নের নামে করোনার ছুটির সময় লাখ লাখ টাকা খরচ করাসহ নানা অনিয়মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। </p> <p>ড. শাহজাহান কবীরকে ২০১৭ সালের ৩১ আগস্ট ব্রির মহাপরিচালকের চলতি দায়িত্ব দেয় কৃষি মন্ত্রণালয়। এর পর থেকে তার বিরুদ্ধে অনুমোদনহীনভাবে অতিরিক্ত শ্রমিক নিয়োগ, পদোন্নতি ও বাসা বরাদ্দে অনিয়ম, পরিচালকের বাংলোর জন্য বরাদ্দ টাকায় মহাপরিচালকের জন্য বিলাসবহুল বাংলো নির্মাণ, এক বছরের ব্যবধানে নিজের জন্য কোটি টাকার দুটি গাড়ি ক্রয়, জমি অধিগ্রহণ এবং মাটি ভরাটের নামে প্রায় ১০ কোটি টাকা লুটপাট, বিজ্ঞানীসহ অধীনস্ত কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের নানা অভিযোগ ওঠে। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর আত্মগোপনে ছিলেন ড. শাহজাহান কবীর। অফিসে উপস্থিত হলে বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে বৃহস্পতিবার তিনি পদত্যাগে বাধ্য হন।</p>