<p>কোটাবিরোধী আন্দোলনের পাশাপাশি কারফিউর কারণে কুয়াকাটায় আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত দেড় শতাধিক এমন আটকে পড়া পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৩ জুলাই) চারটি বাসে সেনা প্রহরায় তাদের বরিশাল নগরীসহ জেলা এলাকা পার করে দেওয়া হয়েছে। </p> <p>সেনাবাহিনীর তত্ত্বাবধানে মঙ্গলবার দুপুরে পর্যটকরা বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছালে তাদের কয়েকজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।<br />  <br /> এ সময় পর্যটন ব্যবসায়ী মহসিন হোসেন জানান, গত ১৫ জুলাই কুয়াকাটায় এসেছিলেন তিনি। ফেরার কথা ছিল ১৮ জুলাই। কিন্তু কারফিউ জারি হওয়ায় কুয়াকাটায় আটকা পড়েন। এতে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। </p> <p>গত ১৭ জুলাই স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা থেকে এসেছিলেন তানভীর আহম্মেদ। তিনি বলেন, ‘কারফিউতে আটকে পড়ায় মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছিলাম। সেনাবাহিনী আমাদের উদ্ধার করেছে।’ </p> <p>বন্ধুদের নিয়ে ঢাকা থেকে আসা শাকিল আহমেদ ও এ বি এম সালেহীন নিরাপদে নিজের গন্তব্যে ফিরতে পারায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। </p> <p>বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অংচিং মারমা জানান, কুয়াকাটায় আটকে পড়া পর্যটকদের চারটি বাসে করে বরিশালের অংশ পার করে দেওয়া হয়েছে। গত ১৫ জুলাই থেকে ঢাকা, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন শহর থেকে কুয়াকাটায় আসেন তারা। </p>