<p style="text-align: justify;">চলমান তফসিলে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ফেনীতে লিফলেট বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।</p> <p style="text-align: justify;">আজ শনিবার দুপুর ১টার দিকে দলীয় নেতাকর্মীরা শহরের ইসলামপুর রোডস্থ কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু করে ফেনীর বড় বাজার হয়ে তাকিয়া রোডে গিয়ে শেষ হয়।</p> <p style="text-align: justify;">এ সময় সাধারণ মানুষের প্রতি কর, খাজনা ও বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ রাখতে আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা। </p> <p style="text-align: justify;">কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ।</p>