<p>ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসচাপায় আব্দুল ওহাব শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।</p> <p>শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল ওহাব শেখ উপজেলার সন্ন্যাসীরচর এলাকার জমির শেখের ছেলে। তিনি ওয়াজ শুনতে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন বলে জানা গেছে।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্দরখোলা এলাকার কবরস্থান মাদরাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হন আব্দুল ওহাব শেখ। এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ঢাকাগামী একটি পরিবহন (অজ্ঞাত) তাকে চাপা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।</p> <p>রয়েল হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি। তবে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।’</p> <p>শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।</p>